পাগলাপীর অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের থেরাপী প্রদান
পাগলাপীর প্রতিনিধিঃ
করোনা প্রতিরোধে রংপুর সেবা ও স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে বিনামূল্যে রংপুর সদর উপজেলার পাগলাপীরের দেবীপুরে ঐতিহ্যবাহী পাগলাপীর অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষার্থীদের থেরাপী ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষ্যে ৩০ মার্চ ২০২২ইং রোজ বুধবার সকাল ১০টায় অত্র প্রতিষ্ঠান ক্যাম্পাসে আয়োজন করা হয় এক সংক্ষিপ্ত আলোচনা সভার।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রতিবন্ধী বিষয়ক সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা তাপস কুমার বর্মন।
সভাপতিত্ব করেন পাগলাপীর অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও রংপুর মহানগর আওয়ামী মৎস্যজীবি লীগের সম্মানিত সদস্য সচিব বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী ও উদ্যোক্তা মোঃ ওমর ফারুক। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক ও গংগাচড়া উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য মোছাঃ মোতমাইনা বেগম এবং সকল শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সহ স্থানীয় সুধীবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাপস কুমার বর্মন বলেন প্রতিষ্ঠানটির বিভিন্ন অবকাঠামো, সংস্কার, উন্নয়ন, একাডেমীক কার্যক্রম ও দক্ষ শিক্ষক মন্ডলী দ্বারায় পরিচালনা হওয়ায় প্রশংসা এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
জানা যায় পাগলাপীর অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ৩৬৯ জন।