পাগলাপীর অটিস্টিক বিদ্যালয়ের অংকন প্রতিযোগিতা
পাগলাপীর প্রতিনিধি:-
রংপুর সদর উপজেলার পাগলাপীরের দেবীপুরে ঐতিহ্যবাহী পাগলাপীর অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে মহান স্বাধীনতা দিবসে অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সাম্প্রতি ৩১ মার্চ ২০২২ইং রোজ বৃহস্পতিবার সকাল ১০টা হতে অত্র প্রতিষ্ঠান ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় উক্ত অংকন প্রতিযোগিতা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাগলাপীর অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও রংপুর মহানগর আওয়ামী মৎস্যজীবি লীগের সম্মানিত সদস্য সচিব বিশিষ্ট রাজনীতিবীদ সমাজসেবক শিক্ষানুরাগী ও উদ্যোক্তা মোঃ ওমর ফারুক। অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক ও গংগাচড়া উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য মোছাঃ মোতমাইনা বেগম এর সভাপতিত্বে সকল শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সহ সুধীবৃন্দ অংশগ্রহন করেন।
পরে অতিথিবৃন্দ অংকন প্রতিযোগিতার অংশগ্রহনকারী বিজয়ী প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ ওমর ফারুক প্রতিষ্ঠানের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।