পাগলাপীর প্রতিবন্ধী বিদ্যালয় সমাজকল্যাণ মন্ত্রনালয়ের উপসচিব এর পরিদর্শন
পাগলাপীর প্রতিনিধি:
রংপুর সদর উপজেলার পাগলাপীরের দেবীপুরের ঐতিহ্যবাহী পাগলাপীর অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রনালয়ের মাননীয় উপসচিব মোঃ এরশাদ হোসেন খান।
তিনি ২১ জানুয়ারি ২০২৩ইং রোজ শনিবার বিকালে পরিদর্শন করেন উক্ত অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়টি। পরিদর্শনকালে পাগলাপীর অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামো, উন্নয়ন এবং একাডেমীক কার্যক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয় রংপুর এর উপপরিচালক মোঃ আব্দুল মতিন, অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ ওমর ফারুক সহ সকল শিক্ষক, শিক্ষার্থী, ম্যানেজিং কমিটি ও স্থানীয় সুধীবৃন্দরা। এর আগে মাননীয় উপসচিব এরশাদ হোসেন খাঁনকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
উল্লেখ্য পাগলাপীর অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়টি ২০১২ইং সালে স্থাপিত হয়, বর্তমান প্রতিষ্ঠানটির শিক্ষার্থী সংখ্যা ৩৭০ জন।