পাগলাপীর স্কুল ও কলেজের সহকারী প্রধান শিক্ষক ভূপেন্দ্র নাথের পরলোক গমন
পাগলাপীর(রংপুর) প্রতিনিধি:- রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের উত্তর খলেয়া দীঘলটারী গ্রাম নির্বাসী ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পাগলাপীর স্কুল ও কলেজের সহকারী প্রধান শিক্ষক শ্রী ভূপেন্দ্র নাথ সরকার আর নেই।
তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ২৪শে সেপ্টেম্বর ২০২১ইং রোজ শুক্রবার ভোর ৪টায় রংপুর মহানগরীর মুলাটোল নিজ বাসায় পরলোক গমন করেছেন। স্বর্গীয়কালে তার বয়স হয়েছিল ৬৩ বৎসর। তিনি স্বর্গীয়কালে স্ত্রী, দুই ছেলে, মা, পুত্রবধু, আত্বীয় স্বজন, বন্ধু বান্ধব ও অসংখ্যক শিক্ষার্থী সহ শুভাকাঙ্খি রেখে গেছেন। ওই দিন বিকাল ৫টায় পারিবারিক মহাশশ্মানে তার সৎকার সম্পন্ন হয়। সৎকার অনুষ্ঠানে আত্বীয় স্বজন পাড়া প্রতিবেশী সহ সমাজের বিশিষ্ট জনরা অংশগ্রহন করেন। এ
দিকে তার পরলোক গমনে গভীর শোক প্রকাশ করেছেন অত্র বিদ্যাপীঠের প্রাক্তন শিক্ষার্থী ও পাগলাপীর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও আহবায়ক হাবিবুর রহমান সেলিম। তিনি এক শোক বার্তায় শ্রদ্ধেয় স্যার ভূপেন্দ্র নাথ সরকারের আত্মার শান্তি কামনা ও তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।