
স্টাফ রিপোর্টার,সৈয়দপুর:-
২ এপ্রিল সারাদেশের মতো দিনাজপুরের পার্বতীপুরেও বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২২ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে পার্বতীপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সমাজসেবা কার্যালয় চত্বরে “এমন বিশ্ব গড়ি, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি” দিবসের এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে ওই সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাঈল।
এতে বিশেষ অতিথি ছিলেন পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রীতম সাহা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আমিরুল মোমেনিন ও মহিলা ভাইস চেয়ারম্যান রুকসানা বারী রুকু।
পার্বতীপুর উপজেলা সমাজ সেবা অফিসার তাপস রায়ের সভাপতিত্বে ও সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন সহকারী উপজেলা সমাজ সেবা অফিসার হোসনে আরা বেগম বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম বিকাশ
কেন্দ্র(জিবিকে) ও কামটু ওয়ার্ক (সিটি ডাব্লিউ) এর প্রতিনিধিরা। সভায় অটিজম শিশু ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।