দিনাজপুরনীলফামারী

পার্বতীপুরে সাবেক এএসপি মাহ্বুবুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার, সৈয়দপুর: সাবেক শিক্ষানবীশ সহকারি পুলিশ সুপার (এএসপি) মাহ্বুবুর রহমান প্রান্তিকের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর)। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারের পক্ষ থেকে কোরআনখানি ও দোয়া মহাফিলের আয়োজন করেছে।

প্রসঙ্গত, সাবেক শিক্ষানবীশ এএসপি মাহ্বুবুর রহমান প্রান্তিক ২৪তম বিসিএস এর মাধ্যমে সহকারি পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি বিগত ২০০৫ সালের ৭ সেপ্টেম্বর রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও একমাত্র মেয়ে সন্তানকে রেখে গেছেন। মরহুমের সহধর্মিনী মুসারাত জাহান সহকারি উপজেলা শিক্ষা অফিসার হিসেবে নীলফামারীর সৈয়দপুরে কর্মরত রয়েছেন। মরহুর প্রান্তিকের ছিলেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মাহাতাব উদ্দিন সরকারের দ্বিতীয় পুত্র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button