পিতাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

তারার আলো অনলাইন ডেস্ক: পিতাকে বটি দিয়ে হত্যার ঘটনায় ছেলে আফাজ উদ্দিনে (২৮) কে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২০ অক্টোবর) সকালে উপজেলার আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গত ১৯ অক্টোবর আশুলিয়ার কোনাপাড়া এলাকায় নূর মোহাম্মদ তার ছেলে আফাজ উদ্দিনের বটির আঘাতে মারা যান। নিহত নূর মোহাম্মদের সাত মেয়ে ও এক ছেলে আফাজ উদ্দিন।
র্যাব জানিয়েছে, পিতা নূর মোহাম্মদকে বটি দিয়ে হত্যার পরেই আফাজ উদ্দিন পালিয়ে যায়। পরে দায়ের করা মামলার ছায়া তদন্তের একপর্যায়ে বুধবার (২০ অক্টোবর) ভোরে আশুলিয়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১টি রক্তমাখা বটি, ১টি বিছানার চাদর ও ১টি রক্তমাখা লুঙ্গি উদ্ধার করা হয়।
এ বিষয়ে র্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আফাজ উদ্দিন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
তার বিরুদ্ধে আগেও থানায় চাঁদাবাজি, মারধর ও মাদক মামলা ছিল।