পিতার ৬ মাস কারাদন্ড,পুত্রের ৫শ’টাকা জরিমানা

তারার আলো অনলাইন ডেস্ক: সৈয়দপুরে ভ্রাম্যমান আদালতে এক ব্যক্তির ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও পুত্রের ৫শ’ টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২৪ আগস্ট) রাতে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের চৌমুহনী বাজারে ওই দন্ডাদেশ প্রদান করেন, ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহবুব হাসান।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনী বাজার এলাকায় বুধবার সন্ধ্যায় অভিযান চলায়। এতে মাদক ব্যবসায়ী শফিকুল ইসলাম (৪৫) এর কাছ থেকে ২০টি হিরোইন এর পুড়িয়াসহ তাকে আটক করে। তার পিতা মৃত মকবুল হোসেন, ওই ইউনিয়নের লক্ষণপুর বালাপাড়ার বাসিন্দা।
পরে বিষয়টি ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহবুব হাসানকে জানালে তিনি ঘটনাস্থানে উপস্থিত হয়ে মাদকদ্রব্য রাখার দায়ে শফিকুল ইসলামকে ৬ মাসের বিনাশ্রম দন্ডাদেশ প্রদান করেন।
একই স্থানে মাদক ব্যবসায়ী শফিকুলের ছেলে জাহাঙ্গীর আলম (২১) সরকারি কাজে বাঁধা প্রদানের,চেষ্টা করায় তারও পাঁচশত টাকা জরিমানা আদায় করেন।
সৈয়দপুর থানা অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান জানান, দন্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিকে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।