জাতীয়রংপুর

পীরগঞ্জে হামলার ঘটনায় গ্রেফতার ৪২

স্টাফ রিপোর্টার ,(রংপুর)
রংপুরে পীরগঞ্জে ফেসবুকে ধর্ম অবমাননার পোস্ট দেয়ার অভিযোগে বাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় ৪২ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার(১৮ অক্টোবর) দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেন পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র।
রংপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ ঊধ্বর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এর আগে রোববার রাত ৯টায় উপজেলার রামনাথপুর ইউনিয়নের কশবা মাঝিপাড়া গ্রামের প্রায় ২০টি হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ এবং ১০টি বাড়ি ভাংচুর ও লুটপাট করে দুর্বৃত্তরা।

পুলিশ ও স্থানীয়রা জানান, হিন্দু সম্প্রদায়ের এক যুবক ইসলাম ধর্ম অবমাননা করে ফেসবুকে পোস্ট দেওয়ায় স্থানীয়রা উত্তেজিত হয়ে পড়ে। পরে তারা দলবদ্ধ হয়ে তাদের বাড়িতে অগ্নিসংযোগ ও হামলা চালায়।
এঘটনার পর থেকে সোমবার দুপুর পর্যন্ত আইশৃঙ্খলা বাহিনী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪২ জনকে আটক করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button