পীরগাছায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

তারার আলো অনলাইন ডেস্ক: পীরগাছায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আশরাফুল ইসলাম (২৮) নামে মোটরসাইকেল চালক এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২২ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চৌধুরাণীর বাজারে এ দুর্ঘটনা ঘটে। এ সড়ক দুর্ঘটনায় নিহত আশরাফুল ইসলাম গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার দামমোদরপুর ইউনিয়নের ভাঙামোড় গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই আঞ্চলিক সড়কে সুন্দরগঞ্জ থেকে রংপুরগামী একটি যাত্রীবাহী বাস চৌধুরাণীর বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক আশরাফুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। এসময় মোটরসাইকেল আরোহী একই এলাকার ওয়াজেদ মিয়া (৩১) ছিটকে পড়ে আহত হয়ে প্রাণে বেঁচে যান।
পীরগাছা থানার ওসি আজিজুল ইসলাম এ সড়ক দুর্ঘটনা এবং নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।