পুলিশের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রক্তদান কর্মসূচি

স্টাফ রিপোর্টার ,রংপুর:- রংপুর মেট্রোপলিটন পুলিশের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে সেবা সপ্তাহ উপলক্ষ্যে আরপিএমপির সকল থানায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৮ সেপ্টেম্বর) দুপুরে উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরপিএমপির কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম। শনিবার সকাল থেকে একযোগে মেট্রোপলিটনের সকল থানায় একর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে আইডিয়াল ফাউন্ডেশন এন্ড ব্লাড ব্যাংক ও সন্ধানী স্বেচ্ছাসেবী সংগঠন রংপুর সহযোগিতা করেন।
এসময় কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম বলেন,রংপুর মেট্রোপলিটন পুলিশের উদ্বোধনের পর থেকে জনসেবা মূলক বিভিন্ন কাজ পরিচালিত হচ্ছে। এরে অংশ হিসাবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। আমরা পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। এজন্য আমাদের জনসেবা মূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।
অনুষ্ঠানে রংপুর মেট্রোপলিটন পুলিশের সকল উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।