পৃথক স্থানে এক নারী ও এক পুরুষের আত্মহত্যা

বদরগঞ্জ প্রতিনিধি:- রংপুরের বদরগঞ্জ উপজেলায় পৃথক স্থানে গলায় ফাঁস দিয়ে এক পুরুষ ও এক নারী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
তারা হচ্ছে, বদরগঞ্জ উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের শালবাড়ী এলাকার সর্দারপাড়ার ঝাকুয়ার ডাঙ্গার মো: আমির হোসেনের পুত্র মাহবুর হোসেন(৩৬) এবং মধুপুর ইউনিয়নের সন্তোষপুর পাতাইপাড়া গ্রামের আরিফুল ইসলামের স্ত্রী শাহজাদী বেগম(১৯)।
রবিবার (৩অক্টোবর) সকালে নিজ ঘরে আত্মহত্যা করেন শাহজাদী বেগম। শাহজাদী বেগমের মৃত্যুর কারণ জানা যায়নি। বিষয়টি রহস্যজনক।
এদিকে শনিবার(২অক্টোবর) রাতে মাহবুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে- তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। পরিবারের অভিযোগ না থাকায় মাহবুরের লাশ দাফনের অনুমতি দিয়েছে পুলিশ।
বদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, শাহজাদী বেগমের আত্মহত্যার বিষয়টি সন্দেহজনক হওয়ায় তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন,শাহজাদী বেগমের পরিবার অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।