রংপুরস্থানীয়

পেঁয়াজের দাম বেড়েছে, দুইদিনে কেজিতে ১০ থেকে ১২ টাকা

তারার আলো খবর: / অনলাইন ডেস্ক:- তারাগঞ্জ, বদরগঞ্জ, কিশোরগঞ্জ সৈয়দপুর ও রংপুর সহ এ অঞ্চলের বাজারগুলোতে হঠাৎ করেই বেড়ে গেছে পেঁয়াজের দাম। খুচরা বাজারে কেজিতে ১০ থেকে ১২ টাকা পর্যন্ত বেড়েছে গত দুই দিনের ব্যবধানে।

পাইকারিতে বেড়েছে ৫ টাকা। হঠাৎ পেঁয়াজের দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, বাজারে পেঁয়াজ আমদানি হচ্ছে কম। এর সঙ্গে পরিবহন খরচও বেড়ে গেছে। পেঁয়াজ আনতে বেশি খরচ করতে হচ্ছে। সবকিছু মিলিয়ে পেঁয়াজের দাম বেড়েছে।

সামনে আরও বাড়তে পারে এমন আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। শনিবার ও শুক্রবার বিভিন্ন খুচরা বাজারে খোঁজ নিয়ে দেখা যায়, বেশিরভাগ ব্যবসায়ী দেশি পেঁয়াজ বিক্রি করছেন ৪০ থেকে ৪২ টাকা কেজি দরে। কোনো কোনো দোকানে ৩৫ টাকা কেজিতেও পেঁয়াজ পাওয়া যাচ্ছে। অথচ একদিন আগেই বেশিরভাগ দোকানে ৩০ টাকায় প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে। অন্যদিকে পাইকারি বাজারে দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকা, যা আগে ছিল ২৫ টাকায়।

হঠাৎ পেঁয়াজের দাম বাড়ার বিষয়ে খুচরা ব্যবসায়ীরা বলেন, পাইকারিতে পেঁয়াজের দাম অনেক বেড়েছে। কেজিতে ৫ টাকা বেশি দিয়ে আজ পেঁয়াজ কিনে এনেছি। এর সঙ্গে ভ্যান ভাড়াও বেশি দিতে হয়েছে। ফলে বাড়তি দামে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছি। তারা আরো বলেন, পাইকারিতে পেঁয়াজের দাম বেড়েছে শুনছি। আমার পেঁয়াজ আগে কেনা তাই এখনও আগের টাকা কেজি বিক্রি করছেন। তারাগঞ্জ হাটবাজারের কয়েকজন পে৭যাজ ব্যবসায়ী জানান, বাজারে আস্তে আস্তে পেঁয়াজ কম আসতে শুরু করেছে। ফলে বাজারে কিছুটা দামও বাড়তে শুরু করেছে। পামাপাশি পরিবহন খরচও বেড়ে গেছে। বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়লে দামও কমে যাবে বলে তারা মন্তব্য করেন।

সব মিলে পাইকারিতে পেঁয়াজের দাম কেজিতে ৩-৪ টাকা বেড়েছে। আমাদের ধারণা, সামনে পেঁয়াজের দাম আরও বাড়তে পারে। তারা আরও বলেন, এখন ভারত থেকে পেঁয়াজ খুব একটা আসছে না। দেশি পেঁয়াজ দিয়েই বাজার চলছে। এদিকে বাজারে আলু, পটল, ঝিঙ্গে, বেগুন, বাধাকপি, ফুল কপি, লাউসহ সকল প্রকারের শাকসবজি চড়া দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা।

বাজারে প্রতিকেজি আলু ২০-৩০ টাকায় বিক্রি হচ্ছে। আর সকল প্রকার সবজি ৪০ টাকার মধ্যে রয়েছে। শাকের আর্টি বিক্রি হচ্ছে ১০-১৫ টাকায়। ব্যবসায়ীরা পূর্বের মূল্যে বিক্রি করছেন। স্থিতিশীল রয়েছে গরুর মাংসের দাম। তবে চালের দামও কমেনি, আগের দামে বিক্রি হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button