প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তারাগঞ্জের কুর্শায়

তারার আলো খবর : রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। ফলে ইউনিয়নটি উপজেলা সদরে হওয়ায় ঝুঁকিতে পড়েছে পুরো তারাগঞ্জ উপজেলার মানুষজন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সোমবার (৫ জুলাই) তারাগঞ্জ উপজেলায় পরীক্ষার জন্য ১২ জনের নমুনা সংগ্রহ করে রংপুরে পাঠানো হয়। এতে ১ জন পুরুষ ও ১ জন নারীসহ ২ জনের ফলাফল পজেটিভ আসে। নতুন ভাবে আক্রান্ত ২ জনই কুর্শা ইউনিয়নের বাসিন্দা বলে জানা যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র আরো জানায়, এখন পর্যন্ত তারাগঞ্জ উপজেলার ১নং আলমপুর ইউনিয়নে করোনাআক্রান্ত হয়েছে ৮ জন, ২নং কুর্শা ইউনিয়নে ৭১ জন, ৩নং ইকরচালী ইউনিয়নে ২২ জন, ৪নং হাড়িয়ারকুঠি ইউনিয়নে ১০ জন ও ৫নং সয়ার ইউনিয়নে ৫ জন। আক্রান্তের হারে এখন পর্যন্ত সর্বোচ্চ আক্রান্ত হয়েছে উপজেলা সদর তথা কুর্শা ইউনিয়নে।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে আরও জানা গেছে, তারাগঞ্জ উপজেলায় এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮১১ জনের। এদের মধ্যে মোট ১৬৬ জনের করোনা আক্রান্তের বিষয়ে নিশ্চিত হয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এখন পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৮৮ জন ও বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ২৬ জন। আক্রান্ত প্রত্যেকেই হোম কোয়ারেন্টাইনে রয়েছে। তবে মোট আক্রান্তের মধ্যে এখন পর্যন্ত ২ মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।