প্রবাসীদের নিয়ে ইসলামী ব্যাংক পাগলাপীর শাখার সুধী সমাবেশ
পাগলাপীর প্রতিনিধি:
রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের নুনীটারী গ্রামে ব্যবসায়ী শাহাজাহ মিয়ার উঠানে প্রবাসীদের নিয়ে ইসলামী ব্যাংকের এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১ মার্চ ২০২৩ইং রোজ বুধবার বাদ আসর ইসলামী ব্যাংক পাগলাপীর এজেন্ট ব্যাংকিং শাখার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় উক্ত প্রবাসীদের নিয়ে সুধী সমাবেশটি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ ও পরামর্শ বক্তব্য দেন ইসলামী ব্যাংক রংপুর জোনাল অফিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবুল লাইস মোঃ খালেক। বিশেষ অতিথি ভাইস প্রেসিডেন্ট হাছানুজ্জামান, এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট ও ধাপ শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন, বিনিয়োগ ইনচার্জ আজহারুল ইসলাম, জেনারেল ব্যাংকিং ইনচার্জ মুজাহিদুল রহমান।
অত্র ব্যাংকের গ্রাহক ও পাগলাপীর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও আহবায়ক হাবিবুর রহমান সেলিম এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন পাগলাপীর এজেন্ট ব্যাংকিং শাখার ইনচার্জ তোহারুল ইসলাম, স্থানীয় সুধীবৃন্দদের মধ্যে সমাজসেবক আওরঙ্গজেব, প্রভাষক রাকিবুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও পাগলাপীর বন্দরের সৈয়দপুর রোডস্থ স্বপ্নচূড়া গার্মেন্ট শো-রুমের ব্যবস্থাপনা পরিচালক শাহাজান মিয়া সহ আরও অনেকে।
অনুষ্ঠিত সুধী সমাবেশে গ্রাহক, সুধী ও প্রবাসীরা এটিএম বুথ ও আরডিএস বা ক্ষুদ্র বিনিয়োগ প্রদানে উপস্থিত ব্যাংকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান।