ফিল্ড হাসপাতালের বিকল্প নেই, সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া যেতে পারে-জি এম কাদের

তারার আলো অনলাইন ডেস্ক: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, করোনার প্রকোপ কমছেই না। সংক্রমণ প্রবণ এলাকাগুলোতে করোনা চিকিৎসায় ফিল্ড হাসপাতাল নির্মাণ জরুরি হয়ে পড়েছে। দেশের মানুষের জীবন বাঁচাতে এই মুহূর্তে ফিল্ড হাসপাতাল নির্মাণের বিকল্প নেই। ফিল্ড হাসপাতাল নির্মাণে প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া যেতে পারে। গত শুক্রবার এক বিবৃতিতে তিনি এই পরামর্শ দেন।
জি এম কাদের বলেন, প্রতি বছর বিভিন্ন মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর দ্রæততার সঙ্গে ফিল্ড হাসপাতাল নির্মাণ করে। ফিল্ড হাসপাতাল নির্মাণে তাদের দারুণ অভিজ্ঞতা রয়েছে। তাই ফিল্ড হাসপাতাল নির্মাণে বাংলাদেশ সেনাবাহিনীকে দায়িত্ব দিলেই দেশ উপকৃত হবে।
বিবৃতিতে জাপা চেয়ারম্যান আরো বলেন, এ বছর মে মাসের শুরু থেকেই করোনার ভারতীয় ডেলটা ভ্যারিয়েন্ট দেশের প্রত্যান্ত অঞ্চলে ছড়িয়ে পড়ে। পর্যায়ক্রমে পুরো দেশই করোনার হটস্পট হয়ে পড়েছে। ইতিমধ্যেই করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোর প্রায় ৯০ শতাংশ বেড পূর্ণ হয়ে গেছে।