স্থানীয়

বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদত বার্ষিকীতে তারাগঞ্জে প্রশাসনের নানা কর্মসূচী

তারার আলো খবর: তারাগঞ্জ উপজেলা প্রশাসন স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে নানা কর্মসুচী হাতে নিয়েছে।
কর্মসূচীর মধ্যে রয়েছে, ১৫ আগষ্ট দিবসটিতে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমুহে জাতীয় পতাকা অর্ধনমিতকরন। সকাল ১০টায় কালো ব্যাজ ধারন, সকাল ১০টা ৫মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, সকাল ১০টা ২০ মিনিটে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন ও দোয়া, সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও জাতীয় শোক দিবসের সাথে সঙ্গতি রেখে ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে রচনা, কবিতা আবৃতি ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং অনলাইন ভিত্তিক সংগীত ও ৭ই মার্চের ঐতিহাসিক ভাষন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দিবসটি উপলক্ষে গত বুধবার(১১ আগষ্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক প্রস্ততিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম। সভায় অংশগ্রহন করেন জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। এছাড়াও তারাগঞ্জ উপজেলা আওয়ামীলীগও দিবসটি উপলক্ষে নানা কর্মসূচী গ্রহন করেছে বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button