
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে স্থানীয় শহীদ মিনার চত্ত্বরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) আরশাদ হোসেনের কাছে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্সে চাবি হস্তান্তর করেন এমপি ডিউক চৌধুরী।
স্টাফ রিপোর্টার, (রংপুর)
রংপুরের বদরগঞ্জ উপজেলায় প্রায় আড়াই লাখ মানুষের বসবাস। হাসপাতালের একটি মাত্র পুরাতন অ্যাম্বুলেন্স। এ জন্য জরুরী প্রয়োজনে মুমূর্ষু রোগী পরিবহনে বিড়ম্বনা পোহাতে হত রোগী ও স্বজনদের।
তাই এতোদিন স্থানীয়দের দাবি ছিল একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্সের ।
অবশেষে তাদের কষ্টের কথা চিন্তা করে এগিয়ে এলেন রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের এমপি আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে স্থানীয় শহীদ মিনার চত্ত্বরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) আরশাদ হোসেনের কাছে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্সে চাবি হস্তান্তর করেন এমপি ডিউক চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট, পৌর মেয়র আহাসানুল হক চৌধুরী টুটুল, ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নাজমুল হোসেন।
অন্যদের মধ্যে বদরগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি সারওয়ার জাহান মানিক ও সাবেক সভাপতি সুশীল আগরওয়ালা ও জাসদ নেতা আনোয়ারুল হক প্রামাণিক প্রমুখ উপস্থিত ছিলেন।
এমপি ডিউক চৌধুরী বলেন, ‘এমন অনেক দরিদ্র জনগোষ্ঠী রয়েছে যাদের আধুনিক অ্যাম্বুলেন্সে অভাবে মুমূর্ষু রোগী পরিবহনে সীমাহীন কষ্টের মুখে পড়তে হয়। তাদের ভোগান্তির কথা চিন্তা করে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স বরাদ্দ দেওয়া হলো। অ্যাম্বুলেন্সটি রক্ষণাবেণসহ যত্ন করার জন্য তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞাসহ ধন্যবাদ জানান।