বদরগঞ্জেপাঠ্যপুস্তুক হস্তান্তর
বি. আই. বাধন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
বাজারে কাগজের মূল্য বৃদ্ধি,নির্ধারিতসময়ে বই মুদ্রণ এবংযথা সময়ে শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়া নিয়ে শঙ্কা অনেকটাই কেঁটে গেছে।
রংপুরের বদরগঞ্জ উপজেলার ৫৬টি উচ্চ বিদ্যালয় ও ২৫টি দাখিলমাদ্রাসায় জানুয়ারি প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেওয়াহবে। এমন তথ্য জানিয়েছেন উপজেলা একাডেমিক সুপার-ভাইজার শামীম আরা ইয়াসমিন।
তিনি আরো জানিয়েছেন, তিনদিন ব্যাপী উচ্চ বিদ্যালয়ের প্রধান বা প্রতিনিধি শিক্ষকদের হাতে তাঁদের দেওয়া চাহিদা অনুযায়ী বই হস্তান্তর করা হচ্ছে।যা ২০ ডিসেম্বর শুরু হয়ে ২২ ডিসেম্বর শেষ হবে।এরপর আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর উপজেলার ২৫টি
দাখিল মাদ্রাসার প্রধান বা প্রতিনিধি শিক্ষকদের হাতে চাহিদা অনুযায়ী পাঠ্যপুস্তুক সরবরাহকরাহবে।
বর্তমানে হস্তান্তরকরা পাঠ্যপুস্তুকের মধ্যে ষষ্ঠ শ্রেণির ১৩টি বিষয়েরমধ্যে ১১টি বিষয়ের পাঠ্যবস্তুক হস্তান্তর করা হচ্ছে।
সপ্তম শ্রেণির কোনো বই এখনো না আসায় হস্তান্তর করা সম্ভব হচ্ছেনা। অষ্টম শ্রেণির সকলব ইহস্তান্তর করা হচ্ছে।একইভাবে নবম শ্রেণির কয়েকটি বই বাদে সকলবই হস্তান্তর করা হচ্ছে।
পাঠ্যপুস্তক পরিবর্তনের বিষয়ে তিনি জানান,ষষ্ঠ শ্রেণির প্রেরিত সকল বই পরিবর্তিত হয়েছে এবংসপ্তম শ্রেণির সকল বই পরিবর্তিত হবে বলে আমরা জানি।
অন্যান্য শ্রেণির পাঠ্যপুস্তুক এবছরের জন্য পরিবর্তিত হচ্ছে না। শামীম আরা ইয়াসমিন আরোও বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীরা তাদের প্রিয় পাঠ্যপুস্তক হাতেপাবে।