বদরগঞ্জে আগুনে পুড়ে ছাই দুটি সংসার

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের উত্তর মাদাইখামার এলাকায় ভয়াবহ অগ্নিকাÐে দুটি পরিবারের ছয়টি ঘর পুড়ে ভস্মীভ‚ত হয়েছে। রবিবার (২২ আগস্ট) দিবাগত রাত ৩টায় অগ্নিকাÐের ঘটনাটি ঘটেছে।
বৈদু্যুতিক মোটরের তার থেকে অগ্নিকাÐের সুত্রপাত হয়েছে বলে জানা যায়। সোমবার (২৩ আগস্ট) ক্ষতিগ্রস্থ পরিবারকে সরকারিভাবে সহায়তা দেওয়া হয়েছে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, রবিবার রাত আনুমানিক তিনটার দিকে মকবুল মিয়া ও সাজু মিয়ার বাড়িতে আগুনের সুত্রপাত হয়। এ সময় প্রতিবেশীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে দমকল বাহিনীকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মকবুল মিয়া ও সাজু মিয়ার পরিবারের বসতঘর, রান্নাঘর ও গোয়ালঘরসহ মোট ছয়টি ঘর পুড়ে ভস্মীভ‚ত হয়। অগ্নিকাÐে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্থ হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করে লোহানীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিব হাসান ডলু শাহ বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিকভাবে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।