বদরগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার, (রংপুর)
রংপুরের বদরগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আকরাম হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৭ অক্টোবর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার আকরাম হোসেন(২৩) উপজেলার শংকরপুর তেলীপাড়া গ্রামের আনিছার রহমানের ছেলে।
পুলিশ জানায়, দ্বাদশ শ্রেণির ওই ছাত্রীর ছয় মাস আগে বিয়ে হয়েছে। স্বামীর বাড়ি থেকে বদরগঞ্জের একটি কলেজে পড়াশুনা করেন।
গত রোববার কলেজ থেকে বাড়ি ফেরার পথে শাহ ফিলিং স্টেশনের কাছে পৌঁছলে দুই যুবক তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তাকে বদরগঞ্জ পৌর এলাকার ফেসকিপাস্থ একটি বাঁশবাগানে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় তারা।
এ ঘটনায় ওই গৃহবধূ থানায় অভিযোগ করলে মঙ্গলবার রাতে আকরাম হোসেনকে গ্রেফতার করে পুলিশ।
বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আকরাম নামে এক যুবককে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।