রংপুর
বদরগঞ্জে পূজামন্ডপে অর্থ বিতরণ

তারার আলো খবর :- রংপুরের বদরগঞ্জ পৌর শহরের ১০টি পূজা মন্ডপ কমিটিকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গত সোমবার দুপুরে পৌরসভা হলরুমে আনুষ্ঠানিকভাবে পূজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ওই অর্থ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর-২(তারাগঞ্জ-বদরগঞ্জ)আসনের সংসদ সদস্য আবুল কালাম মো: আহসানুল হক চৌধুরী ডিউক।
অর্থ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র আহসানুল হক চৌধুরী টুটুল। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফজলে রাব্বি সুইট।
পৌর মেয়র আহসানুল হক চৌধুরী টুটুল বলেন, পৌর শহরে ১০টি পূজা মন্ডপ রয়েছে। প্রত্যেক পূজা মন্ডপ কমিটিকে পৌর সভার পক্ষ থেকে ছয় হাজার করে টাকা দেওয়া হয়েছে।