বদরগঞ্জে রিকশাভ্যান থেকে ছিটকে পড়ে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

স্টাফ রিপোর্টার,রংপুরঃ রংপুরের বদরগঞ্জে অটোচার্জার গাড়ীর ধাক্কায় রিকশাভ্যান থেকে ছিটকে পড়ে জেবামনি নামে পাঁচ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার(১ সেপ্টেম্বর) দুপুরে বদরগঞ্জ-নাগেরহাট সড়কের পৌরশহরের বটপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
জেবামনি উপজেলার কালুপাড়া ইউনিয়নের বৈরামপুর ডাক্তারপাড়া গ্রামের জিলন মিয়া ও কুলসুম বেগম দম্পত্তির সন্তান। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, বদরগঞ্জ বাজার থেকে মা কুলসুস বেগম শিশুটিকে নিয়ে রিকশাভ্যানে নিজ বাড়িতে ফিরছিলের। পথিমধ্যে পৌরশহরের বটপাড়া এলাকায় পৌছালে পেছন দিক থেকে আসা একটি অটোচার্জার গাড়ী রিকশাভ্যানটিকে ধাক্কা দেয়। এতে শিশুটি রিকশাভ্যান থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার পর চালক অটোগাড়ীটি নিয়ে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে।
বদরগঞ্জ থানার ওসি (তদন্ত) আরিফ আলী বলেন, ‘শিশুটির পরিবারের পক্ষে লিখিত অভিযোগ করলে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।