বর্ণাঢ্য আয়োজনে লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,সৈয়দপুর:- বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের অভিষেক অনুষ্ঠান। বেলা ১১টায় সৈয়দপুর শহরের বিমানবন্দরে সড়কে লায়ন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে ওই অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ২ বাংলাদেশ এর জেলা গভর্ণর লায়ন জালাল আহমেদ এমজেএফ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ২ বাংলাদেশ এর ১ম ভাইস জেলা গভর্ণর লায়ন ইঞ্জিনিয়ার মো. আব্দুল ওহাব।
অভিষেক অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর সভাপতি লায়ন মো. সাজ্জাদ হোসেন সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াৎ করেন লায়ন্স স্কুল এন্ড কলেজের প্রভাষক লায়ন মো. মোখলেছুর রহমান এবং গীতাপাঠ করেন একই প্রতিষ্ঠানে হিন্দু ধর্মীয় সহকারি শিক্ষক প্রণেবেশ গোস্বামী। পরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর লায়ন সদস্যদের আনুগত্যের শপথবাক্য পাঠ করানো হয়েছে। আনুগত্যের শপথবাক্য পাঠ করান লায়ন মো. জাহেদুর রহমান সরকার।

পরে অনুষ্ঠানের অতিথিদের পরিচয় করেন দেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫এ ২ বাংলাদেশ এর রিজিয়ন চেয়ারপার্সন ও লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর ডাইরেক্টর লায়ন আব্দুল মান্নান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর ডাইরেক্টর ও অভিষেক অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক লায়ন মো. শফিয়ার রহমান সরকার।
পরে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করানো হয়েছে। শপথবাক্য পাঠ করান লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫এ ২ বাংলাদেশ এর জেলা গভর্ণর লায়ন জালাল আহমেদ এমজেএফ। এর পর গভর্ণর লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর সভাপতি লায়ন মো. সাজ্জাদ হোসেনের কাছে গ্যাংবেল তুলে দেন জেলা গভর্ণর।
এতে অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে জোন চেয়ারপার্সন (ক্লাবস্) লায়ন মো. মোজাফফর আলী মিলন, রিজিয়ন কো -অর্ডিনেটর লায়ন মো. এনামুল হক সোহেল, রিজিয়ন চেয়ারপার্সন (হেড কোয়ার্টার) ও কনভেশন চেয়ারপার্সন লায়ন ইমরান ফারুক মঈন, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর মেম্বারশীপ চেয়ারপার্সন লায়ন মো. নজরুল ইমলাম, লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ২ বাংলাদেশ এর কেবিনেট সেক্রেটারি লায়ন মহসিন ইমাম চৌধুরী প্রমূখ বক্তব্য রাখেন। পুরো অভিষেক অনুষ্ঠানটি উপস্থাপনা করেন লায়ন রাজিয়া সুলতানা ফারহানা ও লায়ন ফরিদা ইয়াসমিন।

সব শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। এর আগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের শিক্ষক লায়ন জাহেদুর রহমান সরকার, বেনতুল শান বেনু, সুফিয়া বাণুসহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করেন। এর আগে সকালে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর জেলা গভর্ণরসহ অতিথিরা সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ চত্বরে এসে পৌঁছেন।
সেখানে লায়ন্স স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা নৃত্য ও সংগীতের মাধ্যমে অতিথিদের অভ্যর্থনা জানান। পরে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর জেলা গভর্ণর বেলুন ও ফেস্টুন উড়িয়ে অভিষেক অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন।