আন্তর্জাতিক

বর্ষিয়ান শক্তিমান অভিনেতা অনুপম শ্যাম মারা গেছেন

তারার আলো অনলাইন ডেস্ক: বলিউডের বর্ষিয়ান অভিনেতা অনুপম শ্যাম মারা গেছেন। রবিবার (৮ আগস্ট) রাত ৮টার দিকে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর।

তার পরিবারের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন অনুপম শ্যাম। ডায়ালিসিসও চলছিল তার। তবে বিপুল পরিমাণ খরচ সামলাতে হিমশিম খাচ্ছিলেন তিনি। এমন পরিস্থিতিতেই গত চার দিন আগে হাসপাতালে ভর্তি হন এ অভিনেতা।

অনুপম শ্যাম মূলত ভারতীয় টেলিভিশনে কাজ করে পরিচিতি পান। ‘মন কি আওয়াজ’ কাজের জন্য সর্বাধিক পরিচিত লাভ করেন। তবে ক্যারিয়ারে তিনি বেশ কিছু কালজয়ী সিনেমাতেও অভিনয় করেছেন। এ তালিকায় রয়েছে অস্কারজয়ী ‘স্লামডগ মিলিয়নিয়ার’, ‘লাগান’, ‘শ্যাম দস্তক’, ‘নায়ক’, ‘শক্তি’ ইত্যাদি। তাকে বেশিরভাগ সিনেমায় খল চরিত্রে দেখা গিয়েছে। এছাড়াও তিনি ভারতীয় বেশ কয়েকটি ধারাবাহিক সিরিয়ালেও কাজ করে ভারত ও বাংলাদেশি দর্শকদের মন জয় করেন।

তারার/ই:/বিএএফ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button