বাঁচতে চায় ক্যান্সার আক্রান্ত মাহতাব

বি. আই. বাধন:
পাঁচ সদস্যের পরিবার, পেশায় হোটেল কর্মচারী, অসুস্থতার কারণে এখন কর্মহীন ৩৫ বছর বয়সী মাহতাব। এমতাবস্থায় অসহায় দরিদ্র মাহতাবের চিকিৎসার খরচ বহন করা অনেক দূস্কর ব্যাপার।
অর্থাভাবে চিকিৎসা করতে না পেরে দিন দিন আরো খারাপের দিকে ঢলে পড়ছে মাহতাব। নীলফামারীর সৈয়দপুর উপজেলার গার্ডপাড়ার মহিউদ্দিনের পুত্র তিনি।
দ্রুত বায়োপসি করার জন্য তাকে পরামর্শ দিয়েছেন ডাক্তার। এজন্য খরচ হবে প্রায় দুই লাখ টাকা। তার পক্ষে দুই লাখ টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব না। কেননা তিনি হোটেলে কাজ করে কোনরকমভাবে সংসার চালাতেন।
সমাজের বিত্তবানদের আর্থিক সহায়তায় মাহতাব পূর্ণাঙ্গ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে। এবং তিনি সুস্থ হলে পরিবারটিও আলোর মুখ দেখবে।
তাই সমাজের বিত্তবানদের আর্থিক সহযোগিতা কামনা করেছেন মাহতাব। সাহায্য পাঠানোর বিকাশ নাম্বার – ০১৭৮০-৯৮৩৮০৮