বাঁশঝাড়ে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ
স্টাফ রিপোর্টার(রংপুর):
রংপুর নগরীতে মকবুল হোসেন (৭৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে নগরীর নজিরেরহাট রাধাকৃষ্ণপুর মৌলভীপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মকবুল হোসেন ওই এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে কাজের সন্ধানে বাড়ি থেকে বের হন দিনমজুর মকবুল হোসেন। পরে সন্ধ্যা হলেও বাড়িতে ফিরে না আসায় আত্মীয় স্বজনের বাড়িসহ বিভিন্নস্থানে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। এক পর্যায়ে বৃহস্পতিবার দুপুরে প্রতিবেশী আবুল কালামের বাঁশঝাড়ে মকবুল হোসেনের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আরিফুজ্জামান আরিফ জানান, মকবুল হোসেনের নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।