
তারার আলো খবর:-
শারদীয় দুর্গাপূজায় দেশের বিভিন্নস্থানে পুজামন্ডপে হামলা, প্রতিমা ভাংচুর, লুটতরাজ, অগ্নিসংযোগ সহ সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলঅর প্রতিবাদে তারাগঞ্জে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৩অক্টোবর) বিকালে রংপুর –দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ চৌপথীস্থ বাসষ্ট্যান্ডে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) এ কর্মসূচীর আয়োজন করে। এতে উপজেলার শত শত সনাতন ধর্মাবলম্বী মানুষ অংশ নেন।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক পাপন দত্তের নেতৃত্বে মানবন্ধন ও প্রতিবাদ কর্মসূচীতে বক্তব্য রাখেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) এর সহ-সভাপতি ও তারাগঞ্জ ইসকনের সভাপতি গদাধর প্রিয়দাস ব্রক্ষচারী,

উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সেল্টু শংকর রায়, সহ সাধারন সম্পাদক সাংবাদিক প্রবীর কুমার কাঞ্চন, উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি শিশিন সরকার, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক হরলাল রায়, তারাগঞ্জ কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি মিলন সেন প্রমুখ।