জাতীয়
বিমানবন্দরে আটক তরুণের পেটে দুই হাজার ইয়াবা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক যুবক (ছবি-সংগৃহীত)
তারার আলো অনলাইন ডেস্ক:- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে ঘোরাফেরা করার সময় সন্দেহভাজন এক তরুণকে আটক করে তার পেট থেকে প্রায় ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে আর্ম পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তার নাম স্বপন মিয়া। গত সোমবার রাতে আটক করা হয় ঐ যুবককে।
জানতে চাইলে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, তার উদ্দেশ্যবিহীন গতিবিধি দেখে সন্দেহ হয়। এরপর তাকে আটক করে পেট থেকে ইয়াবা উদ্ধার করা হয়।
সূত্র: ডিইএ/ টিএ