বিশিষ্ট শ্রমিক নেতা মজনু ড্রাইভার আর নেই
পাগলাপীর প্রতিনিধি:
রংপুর সদর উপজেলার পাগলাপীর হরিদেবপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গোকুলপুর নামাপাড়া গ্রাম নির্বাসী বিশিষ্ট মটর শ্রমিক নেতা মোঃ মজনু মিয়া ড্রাইভার আর নেই।
তিনি এজমা রোগে আক্রান্ত হয়ে গত সোমবার বিকাল ৪টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি…………রাজিউন, তার বয়স হয়েছিল ৭০ বৎসর। তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি, পুত্র বধু, জামাতা, আত্বীয় স্বজন সহ অসংখ্যক শুভাকাঙ্খি রেখে গেছেন।
ওই দিন রাত ১০টায় পাগলাপীর কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ মাঠে জানাযা শেষে তার দাফন সম্পন্ন হয়। মরহুমের জানাযার নামাজে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, আত্বীয় স্বজন সহ পাগলাপীরের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিগণ অংশগ্রহন করেন।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাগলাপীর বন্দরের রংপুর দিনাজপুর ঢাকা হাইওয়ে সড়কস্থ কোর্চ স্ট্যান্ডের হাজী তছির উদ্দিন শপিং কমপ্লেক্সের সামনে অপু ক্ল্যাসিক কাউন্টারের ম্যানেজার ও বিশ্বজাকের মঞ্জিল (ফরিদপুর) এর যুব কর্মী গ্রুপের রংপুর জেলার সহকারী যুবকর্মী প্রধান মোঃ সেলিম শেখ।