তারার আলো খবর: তারাগঞ্জ উপজেলার বুড়িরহাটে তিনটি দোকানের মধ্যে দুইটির তালা ভেঙে ও একটির টিনের চাল কেটে প্রায় অর্ধ লাখ টাকার মালামাল চোরেরা চুরি করে পালিয়েছে। গত রবিবার রাতে এ ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।
ব্যবসায়ীরা জানান, ব্যবসায়ী শাহাবুদ্দিন, আনিছুর হক ও রাজু মিয়া রাত ১০টার দিকে দোকানে তালা লাগিয়ে বাড়ি চলে যান। পরে চোরেরা শাহাবুদ্দিনের মুদিখানার দোকানের দরজার তালা ভেঙ্গে ২০ হাজার, আনিছুর হকের রিয়া ষ্টোরের চালার টিন কেটে ১৮ হাজার ও রাজু মিয়ার দোকানের তালা ভেঙ্গে ১০ হাজার টাকার মালামাল নিয়ে যায়।
খবর পেয়ে তারাগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে পুলিশ ও স্থানীয়রা জানান।