বেওয়ারিশ কুকুরের হামলায় ৪ ভেড়ার মৃত্যু, আহত-১
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে বেওয়ারিশ একদল কুকুরের হামলায় ৪ ভেড়ার মৃত্যু ও আহত হয়েছে ১টি। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে উলিপুর পৌরসভার নারিকেল বাড়ি সন্ন্যাসিতলা এলাকায়।
ভেড়ার মালিক ধরঞ্জয় জানান, নারিকেল বাড়ি সন্ন্যাসিতলা পূর্ব নাওডাঙ্গাগামী রাস্তার ব্রীজের পাশে ভেড়া বেঁধে বিলে ঘাস সংগ্রহ করে বাড়ি ফিরি। কিছুক্ষণ পর ভেড়া গুলো নিতে গিয়ে দেখি ৪/৫টি কুকুর ৩টি ভেড়াকে মেরে ফেলেছে আর ২টিকে কামড়াচ্ছে।
এসময় কুকুরগুলোকে তাড়াতে গেলে তার দিকেও তেড়ে আসে বলে জানান তিনি। এরপর তার চিৎকারে এলাকার লোকজন গেলে কুকুর গুলো চলে যায়। এরপর মৃত্যু ভেড়াগুলোকে পুঁতে রাখি আর আর ২টি গুরুত্বর আহত ভেড়াকে চিকিৎসা দেয়া হয়। বুধবার গভীর রাতে আরো একটি ভেড়া মারা যায়। সব মিলিয়ে তার প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ রেজওয়ানুর হক বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। বিষয়টি নিয়ে এখন পর্যন্ত ভেড়া মালিক কিংবা কেউ আমাকে জানায়নি। আমি এ বিষয়ে খোঁজ নিচ্ছি।
পৌরসভার মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু বলেন, এ ব্যাপারে পৌরসভার কোন কিছুই করণীয় নেই।