কুড়িগ্রাম

ভারতীয় সহকারি হাইকমিশনার উলিপুরে ক্ষতিগ্রস্থ মন্দির পরিদর্শন করলেন

উলিপুর (কুড়িগ্রাম)প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে ক্ষতিগ্রস্থ দুর্গা মন্দিরগুলো পরিদর্শন করলেন ভারতীয় সহকারি হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙ্গা ব্রাহ্মনপাড়া সর্বজনীন মন্দির, নেফরা শ্রী শ্রী দুর্গা মন্দির, ভূতের বাজার সার্বজনীন দুর্গামন্দির এবং থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা ভারতপাড়া সর্বজনীন দুর্গা মন্দির ও ফাঁসিদাহ বাজার সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শন করেন।

পদির্শনকালে সহকারি হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি কোন মন্তব্য করতে রাজি হননি। তবে এরকম প্রতিটি ঘটনায় দুঃখজনক বলে সাংবাদিকদের জানান তিনি। এসময় ভূক্তভোগি হিন্দু সস্প্রদায়ের লোকজন সেদিনের বর্বরতার কথা তুলে ধরে ন্যায় বিচার প্রত্যাশা করেন। পরে তারা আগামী ২৩ অক্টোবর শনিবার উলিপুর শহীদ মিনার চত্বরে অনশন করার ঘোষণা দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল)আল মাহমুদ হাসান, উলিপুর থানা অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির, বাংলাদেশ ব্রাহ্মন সংসদের যুগ্ন মহাসচিব ও জেলা পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি উদয় শঙ্কর চক্রবর্তী, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির উলিপুর শাখার সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র বর্মণ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উলিপুর উপজেলা শাখার সভাপতি পার্থ সারথি সরকার, সাধারণ সম্পাদক শ্যামল রায়। এছাড়াও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।

উল্লেখ্য, কুমিল্লার একটি পূজামন্ডপে পবিত্র কুরআন শরীফ অবমাননার ঘটনায় গত বুধবার রাতে উলিপুরে প্রায় ৮টি মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানো হয়।

এ ঘটনায় প্রায় ৭০০জনকে আসামী করে ৫ টি মামলা দায়ের করা হয়েছে। এতে ২৭ জনকে আটক করে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button