
পাগলাপীর প্রতিনিধি:
রংপুর সদর উপজেলার খলেয়া গঞ্জিপুরে অবস্থিত বেসরকারি পর্যটন ও বিনোদন কেন্দ্র ভিন্নজগত লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক এসএম কামাল হোসেন আর নেই।
তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার সকাল ১০টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি…………….রাজিউন। তার বয়স হয়েছিল ৬৫ বৎসর।
তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি, পুত্র বধু, আত্বীয়-স্বজন সহ অসংখ্যক শুভাকাঙ্খি রেখে গেছেন। সোমবার বাদ যোহর ভিন্ন জগতে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাগলাপীর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও আহবায়ক হাবিবুর রহমান সেলিম সহ সকল নেতৃবৃন্দ।
তিনি এক শোক বার্তায় মরহুমের আত্মার রুহের মাগফেরাত কামনা ও তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।