স্টাফ রিপোর্টার,সৈয়দপুর (নীলফামারী) :
নীলফামারীর সৈয়দপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক ভেজাল বিরোধী অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানের ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে শহরের শহীদ ডা. সামসুল হক সড়কে ওই ভেজাল বিরোধী অভিযান পরিচালন করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালক শামসুল আলম।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারী জেলা দপ্তর সূত্রে জানা যায়, গতকাল বুধবার শহরের শহীদ ডাঃ সামসুল হক সড়কের হিরো স্টোর নামে একটি দোকানে নামিদামী ব্র্যান্ডের শিশু খাদ্যের মোড়কে নকল পণ্য বিক্রির করার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও একই সড়কের মাসুদ স্টোরে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন পণ্য বিক্রির অপরাধে মালিক মাসুদ রানার চার হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযানে সৈয়দপুর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. আলতাফ হোসেন সরকার ও সৈয়দপুর থানার এক কর্মকর্তার নেতৃত্বে পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
জাতীয় ভোক্তা অধিকারের সংরক্ষণ অধিপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শামসুল আলম বলেন, তাদের বাজার তদারকি তথা ভেজাল বিরোধী অভিযান পরিচালনা অব্যাহত থাকবে ।