
তারার আলো খবর:-
বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশেও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মহান মে দিবস পালিত হয়েছে। তারাগঞ্জ উপজেলায়ও বিস্তারিত কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালিত হয়েছে।
এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘শ্রমিক-মালিক একতা, উন্নয়নের নিশ্চয়তা’।
শ্রমিক-মালিক সুসম্পর্ক নীতি আদর্শ বজায় রেখে কলকারখানায় উৎপাদন ব্যবস্থা অব্যাহত রাখার অঙ্গীকার নিয়ে রাজধানী ঢাকা সহ সারাদেশের জেলা উপজেলা ও গুরুত্বপূর্ণ শহর ও স্থান গুলোতে শ্রমিক সংগঠনগুলো কর্মসূচি পালন করেছে।
মে দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে বাংলাদেশসহ বিশ্বের শ্রমজীবী মানুষদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।
মহান মে দিবস উপলক্ষে তারাগঞ্জ উপজেলায়ও বিস্তারিত কর্মসূচীর মধ্যেদিয়ে মহান মে দিবস পালন করা হয়েছে। কর্মসূচীর মধ্যেছিল শ্রমিক র্যালী, আলোচনা সভা,মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত।
ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন তারাগঞ্জ শাখার আয়োজনে এসব কর্মসূচী পালন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইমারত নিমাণ শ্রমিক ইউনিয়নের তারাগঞ্জ শাখার সভাপতি নাজমুল হোসেন।