মাছ ধরার জালে উঠে এলো যুবকের লাশ

তারার আলো খবর: সৈয়দপুর উপজেলার খড়খড়িয়া নদীতে মাছ ধরার জালে রানা ইসলাম (৩৬) নামের এক যুবকের লাশ পাওয়া গেছে। শুক্রবার জু’মার নামাজের কিছু সময় আগে নদীর রাবেয়া মিল সংলগ্ন বেলাইচন্ডি বানিয়াপাড়া এলাকায় মাছ ধরার জালে লাশটি উঠে আসে বলে জানা গেছে। নিহত রানা ইসলাম শহরের অফিসার কলোনি অফিসের পাশের মহল্লার মৃত আবুল কালামের ছেলে।
এলাকাবাসী জানায়, জু’মার নামাজের কিছুক্ষণ আগে অনুমান ১২টা সোয়া ১২টার সময় জেলেরা নদীতে জাল ফেলে তোলার সময় তাদের জালে ওই লাশটি উঠে আসে। লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেয়া হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাশের ছবিসহ খবরটি ছড়িয়ে পড়লে নিহত রানার ছোট ভাই রাহাত তার ভাইয়ের লাশ বলে সনাক্ত করেন।
ঘটনাস্থলে উপস্থিত পার্বতীপুর থানার এ এস আই সনজিত বলেন, অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করে সিদ্ধান্ত নেবেন। ধারনা করা হচ্ছে তাকে হত্যা করে নদীতে লাশ ফেলে দেয়া হয়েছে। রানা মাদকাসক্ত ছিল। মাদক
নিয়ে বিরোধের জেরে এমনটা হতে পারে বলে স্থানীয়রা ধারনা করেন।