মায়ের অভাবে যেন প্রেমিক কষ্ট না পায়, তাই প্রেমিকের বাবাকে বিয়ে করলেন তরুণী !

( আংটি পড়ার নমুনা ছবি- ফাইল )
তারার আলো অনলাইন ডেস্ক: কিছু দিন আগে মারা গিয়েছেন প্রেমিকের মা। তার পর থেকে মনোকষ্টে ছিলেন তরুণ প্রেমিক। তিনি যেন মায়ের অভাবে কষ্ট না পান তার জন্য প্রেমিকের বাবাকেই বিয়ে করলেন তরুণী। লন্ডনের এই ঘটনা ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।
এক টিকটক ব্যবহারকারী জানিয়েছেন, শুধুমাত্র প্রেমিকের মুখে হাসি আনতেই এই কাজ করেছেন তিনি। একটি ভিডিয়ো (ভিডিও)বার্তায় তিনি (ওেই প্রেমিকা) বলেন, ‘‘কয়েক দিন আগে আমার প্রেমিকের মা মারা যান। তারপর থেকে প্রেমিক বেচারা দারুণভাবে মনোকষ্টে পড়ে যায়, তাই আমি চাইনি আমার প্রেমিক কষ্টে ও দুঃখে থাকুক।
তাই আমি ওর বাবাকে বিয়ে করার সিদ্ধান্ত নিই। তার ফলে আমার প্রেমিক আবার মা পেল।
মায়ের অভাব বোধ হবে না ওর।’’ অনেকে যেমন তাঁর এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন, তেমনই অনেকে অবাক হয়েছেন।
সূত্র: আনন্দবাজার পত্রিকা