রংপুর

মা-ছেলেকে অপহরণ, সিআইডির সেই এএসপিসহ ৩ কর্মকর্তা জেলহাজতে

স্টাফ রিপোর্টার,রংপুর:

দিনাজপুরের চিরিরবন্দরে মা ও ছেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এএসপিসহ ৩ কর্মকর্তাকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। 

বুধবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে তাদেরকে দিনাজপুর চীফ জুটিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হলে অতিরিক্ত চীফ জুটিসিয়াল ম্যাজিস্ট্রেট শিশির কুমার বসু তাদের জেল-হাজতে প্রেরণের নির্দেশ দেন।

এর আগে ভুক্তভোগী লুৎফর রহমানের ভাই খলিলুর রহমান বাদি হয়ে চিরিরবন্দর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। সেই মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।

 চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। 

আটকরা হলেন, রংপুর সিআইডির এএসপি সারোয়ার কবির, এএসআই হাসিনুর রহমান, কনস্টেবল আহসানুল হক ও চালক হাবিবুর রহমান।

এর আগে মঙ্গলবার (২৪ আগস্ট) বিকালে তাদেরকে আটক করে পুলিশ।

পুলিশ ও ভুক্তভোগীর স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর সিআইডির নিকট পলাশ নামের এক ব্যক্তি চিরিরবন্দর থানার লুৎফর রহমান নামের এক ব্যক্তির বিরুদ্ধে ৫০ লাখ টাকা প্রতারণার অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে গত সোমবার রাত সাড়ে ৯টায় লুৎফরের বাড়িতে যান এএসপি সারোয়ার কবিরসহ তিন জন। লুৎফর রহমানকে বাড়িতে না পেয়ে তার স্ত্রী ও ছেলেকে একটি কালো মাইক্রোবাসে উঠিয়ে সৈয়দপুরসহ বিভিন্ন এলাকায় নিয়েগিয়ে মুক্তিপণ দাবি করেন। এসময় তারা পরিবারের লোকজনকে ফোন করে ১৫ লাখ টাকা দাবি করেন। পরে এ ঘটনায় থানা পুলিশের কাছে যান ভুক্তভোগীর স্বজনরা।

এক পর্যায়ে গতকাল মঙ্গলবার বিকালে ভুক্তভোগীর স্বজনরা সাড়ে আট লাখ টাকা নিয়ে তাদের সঙ্গে দেখা করতে চান। তারা প্রথমে রানীরবন্দর আসতে বলেন। সেখানে আসলে তাদেরকে টাকা নিয়ে দশমাইল আসতে বলা হয়। আবার দশমাইল আসলে বাশেরহাট আসতে বলে। পরে দিনাজপুর জেলা পুলিশ ও সিআইডি মিলে বাশেরহাট থেকে তাদেরকে আটক করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button