রংপুর

মিঠাপুকুরে অনুমোদনহীন পণ্য বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার,রংপুর:

রংপুরের মিঠাপুকুরে অনুমোদনহীন খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুইটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পনের হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৫ আগস্ট) বিকেলে মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি এলাকায় ঢাকা বেকারি ও বাধন দধি ভান্ডার এ অভিযান পরিচলনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। অভিযানে বিএসটিআইয়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,দীর্ঘ দিন থেকে বিএসটিআইয়ের অনুমোদনহীন এবং অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের ঘি, দধি, ব্রেড, বিস্কুটসহ অন্যান্য খাদ্যপণ্য তৈরি ও বিপণন করে আসছিলো প্রতিষ্ঠান দুইটি।

বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে প্রতিষ্ঠান দুইটি অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় 

ঢাকা বেকারি ও বাধন দধি ভান্ডার এর মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান,

জনস্বাস্থ্য রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button