তারাগঞ্জে দ্বিতীয় ধাপে ভূমিহীন ও গৃহহীন ১০০ পরিবার পেলেন জমির দলিল ও ঘরের চাবি

তারার আলো খবর॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে রংপুরের তারাগঞ্জ উপজেলায় দ্বিতীয় ধাপে ১০০ ভূমিহীন ও গৃহহীন পরিবার পেলেন প্রধানমন্ত্রীর উপহার পাকা ঘর। “আশ্রয়ণের অধিকার-শেখ হাসিনার উপহার” এ শ্লোগান নিয়ে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় যাদের জমি নেই, ঘর নেই তাদের পুনর্বাসনের জন্য সরকারি খাস জমিতে এসব ঘর নির্মান হওয়ার পর উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার এসব ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে দুই শতক জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেছেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা) শাহানাজ পারভীন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পনিরষদ চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ¦ আতিয়ার রহমান, কুর্শা ইউপি চেয়ারম্যান আফজালুল হক সরকার, ইকরচালি ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, আলমপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, সয়ার ইউপি চেয়ারম্যান মহি উদ্দিন আজম কিরণ প্রমুখ। দু’টি শয়ন কক্ষ বিশিষ্ট প্রতিটি ঘরে বাথরুম ছাড়াও সংযুক্ত রয়েছে রান্নাঘর । প্রতিটি ঘরে ব্যয় ধরা হয়েছে এক লাখ ৯১ হাজার টাকা। একশত জন ভূমিহীনদের মধ্যে কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর গুচ্ছগ্রামে ১৬ জন জয়বাংলায় ১৬জন সয়ার ফরিবাদ গুচ্ছগ্রামে ৪০জন ও ভীমপুরে ২৮জনকে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।