
তারার আলো খবর :
রংপুর কোতয়ালী থানায় মৃত্যুদন্ডপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
কোতয়ালী থানা সূত্রে জানা যায়, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমানের তত্ত্বাবধানে এসআই আহসান হাবিব ও সঙ্গীয় ফোর্স রুপম গাজীপুর মেট্রোপলিটন পুবাইল থানাধীন হায়দ্রাবাদ এলাকা থেকে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী মোশারফ হোসেনকে শনিবার দুপুরে গ্রেফতার করে রংপুর কোতয়ালী থানায় নিয়ে আসে।
মোশারফ হোসেন রংপুর কোতয়ালী থানাধীন পূর্ব কিশামত এলাকার মৃত আজাহার উদ্দিনের পুত্র। রবিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
রংপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোস্তাফিজার রহমান বলেন, গ্রেফতারকৃত মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী মোশারফ দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে পলাতক ছিল।

আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাকে গাজীপুরের পুবাইল থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনের ৫৬/৭ ধারায় মামলার ভিত্তিতে মৃত্যুদন্ডের রায় দেয় বিজ্ঞ আদালত।
কিন্তু পলাতক থাকায় রায় কার্যকর করা সম্ভব হয়নি।