মোবাইল এয়ার ফোনেই কেড়ে নিল তানজিতের প্রাণ

……………………………………………………….(ছবি ফাইল)
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:-
কুড়িগ্রামের উলিপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হাবিবুর রহমান তানজিত (১৫) নামের এক শিক্ষার্থী মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় উত্তেজিত জনতা ঘাতক ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-৭০২৫) ও চালক শামসুল (৩১) কে আটক করেছে।
ঘটনাটি ঘটেছে, সোমবার সকাল ৭টায় উলিপুর-রাজারহাট সড়কের মহেষর বাজার নামক স্থানে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উলিপুর পৌরসভার নিজাই খামার গ্রামের মৃত বক্তার আলীর পুত্র বাকরেরহাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র এসএসসি পরীক্ষার্থী হাবিবুর রহমান তানজিত এয়ার ফোন কানে দিয়ে বাই সাইকেলযোগে কোচিং করার জন্য যাচ্ছিল।
উলিপুর-রাজারহাট সড়কে মহেষের বাজার নামক স্থানে পৌঁছালে রাজারহাট গামী বালু ভর্তি দ্রুতগামী একটি ট্রাক পিছন দিক থেকে ধাক্কা দিলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
এসময় তার মাথার মগজ সহ মাংস রাস্তায় ছিটকে পড়ে। খবর পেয়ে উলিপুর থানা পুলিশ পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু উত্তেজিত জনতাকে শান্ত করেন।
উলিপুর থানা অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।