Uncategorized
মোবাইল চার্জ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই সন্তানের জননীর মৃত্যু

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে মোবাইল চার্জ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে শামসুন্নাহার (৪০) নামের দুই সন্তানের জননীর মৃত্যু হয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, শনিবার দুপুরে উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের মাদারটারী কাইতপাড়া এলাকায় নিজ বাড়ীতে মৃত আব্দুর রহিম বাদশার স্ত্রী শামসুন্নাহার মোবাইল চার্জে দেয়ার সময় অসাবধানতাবশতঃ আঙ্গুলের মাধ্যমে তার শরীরে বিদ্যুতায়িত হয়ে গুরুতর অসুস্থ হয়।পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এব্যাপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।