যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জেনারুল ইসলাম(৩৫) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে।
বুধবার(২৫ আগস্ট) বিকালে রংপুর-বদরগঞ্জ
সড়কের নগরীর সুলতানের মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত জেনারুল ইসলাম বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের সরকারপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আল মাসুদ নামে যাত্রীবাহী একটি বাস পার্বতীপুর থেকে রংপুর অভিমুখে যাচ্ছিল। একই সময় বিপরীত দিক থেকে আসা বদরগঞ্জগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক জেনারুলসহ অন্তত ১০জন বাস যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে জেনারুল ইসলামের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে রংপুর কোতয়ালি থানার ওসি আব্দুর রশিদ বলেন,
চিকিৎসাধীন অবস্থায় রাতে ট্রাক চালক জেনারুল ইসলামের মৃত্যু হয়েছে। মরদেহের ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।