রংপুরস্থানীয়

যেভাবে তারাগঞ্জের ১জন ব্যবসায়ী সহ ৫জন সড়ক দুর্ঘটনায় নিহত হন

তারাগঞ্জ বাজারের (কাপড় পট্টির) ব্যবসায়ী মোহাম্মদ আলী। বাড়ি সৈয়দপুর উপজেলায়- ছবি-সংগ্রহ

তারার আলো খবর:
তারাগঞ্জ বাজারের ১জন ব্যবসায়ী সহ রংপুরের তারাগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় ৫জন নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রংপুর-সৈয়দপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার জিগাতলা নামক স্থানের নেংটিছেড়া ব্রিজ সংলগ্ন এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সৈয়দপুর থেকে রংপুরগামী একটি অ্যাম্বুলেন্স তারাগঞ্জ হাট থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা দেওয়া একটি অটোরিকশাকে মুখোমুখি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারাগঞ্জ বাজারের ১জন ব্যবসায়ীসহ ৪জনের মৃত্যু হয়। এবং তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের মতে, নেংটিছেড়া ব্রিজের কিছুদুর পূর্বদিকে কে বা কারা মহাসড়কের পাশে কিছু বালু স্তুপ দিয়ে রাখে। ঘটনার সময় ব্যাটারি চালিত অটোটি অ্যাম্বুলেন্সটিকে সাইড দিতে গিয়ে স্তুপ করা বালুর দিকে সাইড নিতে চেষ্টা করা মাত্র অটোর চাকা বালুতে পিঁছলে অটোটি মহাসড়কে উল্টে পড়ে। এসময় দ্রুত গতিতে আসা অ্যাম্বুলেন্সটি সরাসরি সড়কের ওপর পড়ে থাকা অটোকে চাপা দেয়।

এ সময় ঘটনাস্থলে তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের শেরমস্ত বানিয়াপাড়া গ্রামের আজাহার আলী(৪৮) শেরমস্ত বাঙালিপুর গ্রামের হাবিবুল্লাহ(৪৫) একই উপজেলার কুর্শা ইউনিয়নের পশ্চিম অনন্তপুর গ্রামের বাবুল মিয়া (৫২)

তারাগঞ্জ হাটবাজারের ব্যবসায়ী ও সৈয়দপুর উপজেলার হাতিখানা গ্রামের মোহাম্মদ আলী(৫৫)এবং তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে খাদেমুল ইসলাম(৪০) মারা যান। অনেকের ধারণা সড়কের পাশে প্রায় সময়ে বালু স্তুপ করে রাখা হয়। প্রায় সময়ে সেখানে ছোট-খাট দুর্ঘটনা ঘটে। সেদিনের দুর্ঘটনাটি বালুর স্তুপের কারণে হয়ে থাকতে পারে বলে অনেকে মন্তব্য করেছেন।

আহতরা হলেন শেরমস্ত বানিয়াপাড়া গ্রামের মাহির(৪২) ও হাসপাতালে নেওয়ার পথে নিহত খাদেমুল ইসলামের ৮ বছরের ছেলেকে তারাগঞ্জ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারাগঞ্জ থানা অফিসার ইনচার্জ(ওসি)মোস্তাফিজার রহমান ও তারাগঞ্জ হাইওয়ে থানা ওসি মাহবুব মোর্শেদ সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। দুর্ঘটনা কবলিত অ্যাম্বুলেন্সটি হাইওয়ে পুুিলশ হেফাজতে রয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য তারাগঞ্জ বাজারের ব্যবসায়ী মোহাম্মদ আলী ঘটনার দিন সারাদিন ব্যবসা বানিজ্য শেষে সন্ধ্যায় ওই ব্যাটারী চালিত অটোতে তারাগঞ্জ থেকে সৈয়দপুর ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলে নিহত হন।

তার লাশ তারাগঞ্জ হাইওয়ে থানায় অজ্ঞাত হিসেবে পড়ে থাকে। পরে তারা তারাগঞ্জের বহুল প্রচারিত তারার আলো অনলাইন ভার্সনে দুর্ঘনার খবর দেখে

মোহাম্মদ আলীর ভাতিজা মোঃ লাডলা তারার আলো অফিসের যোগাযোগ করে মোহাম্মদ আলীর সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবরটি নিশ্চিত হয়ে হাইওয়ে থানা থেকে লাশ গ্রহন করে বাড়িতে নিয়ে যান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button