রংপুরের আদালত চত্বরে আইনজীবীদের সংঘর্ষে আহত পাঁচ, এর মধ্যে গুরুত্বর আহত দুই

স্টাফ রিপোর্টার, রংপুরঃ- মামলার টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে রংপুরের আদালত চত্বরে আইনজীবীদের দুই পক্ষের সংঘর্ষে দুজন আহত হয়েছেন। রবিবার (৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এলাকায় একটি মামলার টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে।
এ বিষয়ে রংপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হক প্রামাণিক বলেন, ‘দুই পক্ষই এ ঘটনায় পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। আমি লিখিত অভিযোগ দিতে বলেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশ ও আইনজীবীরা জানিয়েছেন, একটি মামলার মক্কেলের কাছ থেকে নেওয়া টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে আইনজীবী আলাউদ্দিনের সঙ্গে অপর আইনজীবী মেজবাহ আহমেদের প্রথমে কথা কাটাকাটি হয়। এরপর হাতাহাতি এবং এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় দুই আইনজীবীর সমর্থকরাও একত্রিত হন। আদালত চত্বরে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এ সময় আইনজীবী মেজবাহ আহমেদ মাথায় গুরুতর আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তার মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। এ সময় আবারও দুই আইনজীবী এবং তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আইনজীবী আলাউদ্দিন ও জুনিয়র আইনজীবীসহ কমবেশী পাঁচজন আঘাত প্রাপ্ত হন। মাথা ফেটে গুরুত্বর আহত হন দুইজন আইনজীবী।

এ বিষয়ে সংঘর্ষ চলাকালে জেলা ও দায়রা জজ আদালতের নিচতলায় আইনজীবীদের ক্যানটিনে হামলা চালিয়ে চেয়ার-টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর করা হয়। এ ঘটনায় ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ চলার পর সিনিয়র আইনজীবীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি (তদন্ত) রাজিবুজ্জামানসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ।
এ বিষয়ে আইনজীবী আলাউদ্দিন আহমেদ ও মেজবাহ আহমেদ সংঘর্ষের ঘটনা সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।
রংপুর মেট্রোপলিটান কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) রজিবুজ্জামান বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি দুই পক্ষের বক্তব্য শুনে প্রয়োজনীয় পদক্ষেপ নেবো।’