রংপুর

রংপুরে তিস্তা নদীর পানিতে ডুবে কৃষকের মৃত্যু

স্টাফ রিপোর্টার,, (রংপুর) :

রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীর পানিতে ডুবে আউয়াল মিয়া (৫০) নামে এক কৃষকের  মৃত্যু হয়েছে। 

সোমবার(২৫ অক্টোবর) সাড়ে ১০ টার দিকে উপজেলার কোলকোন্দ সিংগিমারী গ্রোয়েন বাঁধের কাছে এ ঘটনা ঘটে।

আউয়াল মিয়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকোন্দ মাস্টার পাড়া গ্রামের মৃত ইনামুদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুুলিশ সূত্রে জানা যায়, আউয়াল মিয়া সকালে কোলকোন্দ সিংগিমারী গ্রোয়েন বাঁধের কাছে তিস্তা নদীর কোমড় পানি হেঁটে পার হয়ে ওপারে থাকা ধান ক্ষেত দেখতে যাচ্ছিল। পথিমধ্যে নদী পার হওয়ার সময় নদীতে থাকা একটি গর্তে অসাবধানতাবশতঃ পরে গিয়ে সে ডুবে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে নদীতে খোঁজাখুজি করে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গঙ্গাচড়া মডেল থানার এসআই এরশাদুল হক সরকার জানান, এঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। কোন অভিযোগ না থাকায় লাশের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button