রংপুরে নৌকা প্রতীক পেলেন যারা

তারার আলো অনলাইন ডেস্ক :- আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার গণভবনে এ সভা হয়। আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।
সভায় রংপুরের পীরগাছা ও পীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে আওয়ামীলীগের মনোনতি চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীক পেলেন যারা তারা হলেন, পীরগাছা- উপজেলার পারুল ইউনিয়নে মোঃ তোফাজ্জল হোসেন, ইটাকুমারীতে মোঃ আবুল বাশার, অন্নদানগরে মোঃ আমিরুল ইসলাম, ছাওলায় মোঃ আব্দুল হাকিম, তাম্মুলপুরে বিদ্যুৎ কুমার রায়, কৈকুড়ীতে মোঃ শফিউল ইসলাম, পীরগাছা সদরে জাহাঙ্গীর আলম ও কান্দি ইউনিয়নে মোঃ আমিরুল ইসলাম রাজ্জাক।
পীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে আওয়ামীলীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীক পেলেন যারা, চৈত্রকোল ইউনিয়নে মোঃ আরিফুজ্জামান শাহ্, চতরায় মোঃ এনামুল হক শাহিন, মদনখালীতে মোঃ শামছুল আলম, কাবিলপুরে মোঃ রবিউল ইসলাম, শানেরহাটে মোঃ মেছবাহুর রহমান, পাঁচগাছীতে মোঃ বাবুল মিয়া, ভেন্ডাবাড়ীতে মোঃ ছাদেকুল ইসলাম, বড় দরগায় মোঃ নুরুল হক, কুমেদপুরে মোঃ আমিরুল ইসলাম ও টুকুরিয়া ইউনিয়নে মোঃ আতাউর রহমান মন্ডল।