Uncategorized
রংপুরে যুবকের লাশ উদ্ধার
রংপুর প্রতিনিধি :- রংপুর সদর হাসপাতালের সামনে থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ। নিহত খোকন (২৬) সদর হাসপাতালের ক্যাম্পাসের বাসিন্দা জয়নাল মিয়ার পুত্র। পুলিশ গত শুক্রবার দুপুরে লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
পুলিশ ও এলাকাবাসি জানান, গত শুক্রবার দুপুরে খোকনের লাশ সদর হাসপাতাল ক্যাম্পাসে পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আব্দুর রশিদ জানান, এবিষয়ে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।